ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অস্ত্র-গোলাবারুদ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:২৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

আড়াইহাজারে পুকুর থেকে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুরা এলাকায় একটি পুকুর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি শর্টগান ও ১৮ পিস গুলি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার বিকেলে গাজীপুরা এলাকায় একটি পুকুরে আউয়াল মিয়া নামের এক কৃষক মাছ ধরতে গিয়ে ওই দুটি অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এলাকার লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি। অনুমান করা যাচ্ছে অস্ত্র গুলো থানা থেকে লুন্ঠিত অস্ত্র। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।