মহেশপুরে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:৪৮ পিএম

মহেশপুরে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রানমশ বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার মাটিলা সীমান্তে বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ
অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

৫৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি - বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২.৫ কিমি হেঁটে পরিদর্শন করেন।

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

আরবি/জেডআর

Link copied!