বগুড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:০২ পিএম

বগুড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর থানার একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রাজেক আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য। বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার মান্দাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারা ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় মামলা রয়েছে (মামলা নং-২৪, জিআর-২৮৩/২০২৫। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!