চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারদের একজন নজরুল ইসলামের ছেলে সাখাওয়াৎ হোসেন (২১)। বাকি দুইজন হলো ১৪ ও ১৩ বছর বয়সি কিশোর।
ইউপি সদস্য গাজলুর রহমান ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটিকে পাশের একটি আমবাগানে নিয়ে যায় ওই তিনজন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মেয়েটির বাবা শুক্রবার বিকেলে ওই তিনজনের নামে মামলা করেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের বিচার কাজ দ্রুত শুরু হবে।
আপনার মতামত লিখুন :