ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আ.লীগ নেতার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:২৫ এএম
অভিযুক্ত মো. বদিউজ্জামান উজ্জল। ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ আট বছর ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অভিযুক্ত মো. বদিউজ্জামান উজ্জল পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

পিডিবির তথ্য অনুযায়ী, বদিউজ্জামান উজ্জল তার বাবার নামে নেওয়া বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি অবৈধভাবে আরও একটি সংযোগ স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন বিষয়টি অগোচরে থাকলেও সম্প্রতি পিডিবির নজরে আসায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গত ৯ মার্চ সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার জব্দ করা হয়।

পরদিন, ১০ মার্চ, জামালপুর বিদ্যুৎ আদালতে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় বদিউজ্জামান উজ্জলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জল বর্তমানে পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, "অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"