ঝিনাইদহের শৈলকুপায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তার বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ওই শিক্ষার্থীর পিতা জানান, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বাসায় ঘটনাটি খুলে বলে।
সে জানায়, এর আগেও রিপন তার মেয়েকে একইভাবে বেশ কয়েকবার ধর্ষণ করেছে। তখন এ কথা কাউকে না বলতে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়।
তিনি আরও বলেন, ‘আমরা লোকলজ্জার ভয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই। পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।
শৈলকুপা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। অভিযুক্তকে আটকের জন্য আমরা অভিযান চালাচ্ছি। এ ছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।