বগুড়ার কাহালুতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নরপশু নুরুল ইসলাম (৪০) বিরুদ্ধে। গত ১৩ মার্চ বৃহস্পতিবারে মরিয়মের মা মরিয়ম কে রেখে কাজ করতে গিয়েছিল ঠিক ঐ সময় কে কাজে লাগিয়ে শিশু কন্যাকে ও তার সাথে আরও একটি ছোট মেয়েকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম।
ধর্ষণ করার পর মরিয়মের পরিবার কে হুমকি দেয় যদি তারা আইনের আশ্রয় নেয় তাহলে মরিয়মকে মেরে বাথরুমে রাখবে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকড় ইউনিয়ন আড়োলা বাজারে দদি সাগর আবাসন প্রকল্পে।
ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসীরা বলে ১৪ মার্চ রাতে তাদের নিয়ে বৈঠক বসা হবে এবং বিচার করা হবে। বৈঠক ভিকটিম উপস্থিত হইলেও ধর্ষক অর্ধেক রাস্তায় এসে পালিয়ে যায়। বর্তমান গ্রামবাসী পুলিশকে খবর দেওয়ায় কাহালু থানার ওসি ভিকটিমের বাসায় যায় এবং তথ্য নেয়। ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
কাহালু থানার ওসি আব্দুল হানান সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রেকর্ড করা হবে। শিশুটিকে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান চলছে।