প্রতিমা ভাঙায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১২:১৫ পিএম

প্রতিমা ভাঙায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছবি: সংগৃহীত

মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করায় জাকির হোসেন (৩০) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন তারই বাবা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের গেঞ্জিহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে জাকির একটি প্রতিমা ভাঙচুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক। জাকির চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরে ভাঙা প্রতিমা দেখতে পেয়ে স্থানীদের জানান। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায়। সেই ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করা হয়।

জাকিরের বাবা মনির আহমেদ বলেন, আমার ছেলে ২০১৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে। তাকে কিছুদিন চিকিৎসা করিয়েছি। পরে টাকার জন্য আর পারিনি। মন্দিরের প্রতিমা ভাঙায় তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, মন্দিরের বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করতে পেরেছি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!