মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আছিয়ার কবর জিয়ারত করতে এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করতে মাগুরায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় হেলিকপ্টারে করে মাগুরার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান।
কবর জিয়ারত ও আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করা ছাড়াও আছিয়ার জন্য একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।যদিও তখন বাড়িতে ছিলেন না আছিয়ার মা আয়েশা আক্তার।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এ সময় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমীর।