ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিলেটে ভিটামিন ‍‍‘এ‍‍’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সিলেট ব্যুরো
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০১:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিলেট নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
রেজাই রাফিন সরকার শনিবার(১৫ মার্চ) সকালে ধোপাদিঘির পাড়স্থ বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রকল্প পরিচালক পারভেজ আহমদ, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল খাওয়ানো হবে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী, ইপিআই ও অতিরিক্ত মিলিয়ে সর্বমোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‍‍`এ‍‍` প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর মধ্যে ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র ১টি, ইপিআই নিয়মিত টিকাদান কেন্দ্র ২৭টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২৫৯টি, ভিটামিন ‍‍`এ‍‍` অস্থায়ী টিকাদান কেন্দ্র ৬০টি এবং অতিরিক্ত কেন্দ্র রয়েছে ২১টি। এই ক্যাম্পেইন সফল করতে ৮৪ জন সুপারভাইজারের অধীনে মাঠ পর্যায়ে কাজ করছেন ৭৩৬ জন স্বেচ্ছাসেবী। ভিটামিন ‘এ’ পাওয়ার যোগ্য কোনো শিশু যাতে বাদ না পড়ে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।