সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে শনিবার শুরু হয়েছে ভিটাামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের ভিটামিন খাইয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, এমওডিসি ডা. মাহাদি আল হাসান ওরভিল, ডিকেআইবি গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. গিয়াস উদ্দিন তালুকদার, স্বাস্থ্য পরির্দশক মো. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১৬৯টি ও পৌরসভার ২৫টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
গোপালপুর উপজেলায় সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের ৩হাজার ৩শত ও এক বছর হতে ৫বছর পর্যন্ত ২৫ হাজার ৫শত জন শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।