কুষ্টিয়ায় তামাকের মাঠ থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে তামাকের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জানাগেছে, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার নাম সন্তোষী বালা দাসী। তিনি বারুইপাড়া ইউনিয়নের ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। সে পাতা কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকান্ড ঘটতে পারে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন থানায় খবর দেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :