ঈশ্বরদীতে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বড় পাড়া গ্রামে শ্বশুর বাড়িতে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত রাকিব পাশ্ববর্তী ইলশামারি গ্রামের স্বপন আলীর ছেলে। সে পেশায় ভাড়াটিয়া রিক্সা চালক।
তার পিতা স্বপন আলী জানান, ছেলে এক সপ্তাহ আগে তার শ্বশুর বাড়িতে আসে। আজ সকাল ৮ টার দিকে মৃত্যুর সংবাদ পায়। রাকিব এখন ভাড়ায় রিক্সা চালাত তার সে ডিমের ব্যবসা করত। মৃত্যুর কারন কিছু জানেন না বলে জানান তিনি।
রাকিবের স্ত্রী জলি খাতুন জানায়, গত রাত ১২ টার বাড়িতে এসেই অস্বাভাবিক আচরন করছে, আমি তাকে শান্ত হওয়ার কথা বলি কি হয়েছে জানতে চাইলে সে শালাদের আমি কাল সকালেই দেখবো আমার সাথে এমন ব্যবহার এ সব বলতে থাকে আমি তাকে তুমি এমন করলে আমার ছেলের কি হবে । পরে তাকে ভাত খেতে দিই - আমাকে বলে ঘুমিয়ে যাও। আজ ৭টার দিকে সে আমাকে পাশের দোকান থেকে সিগারেট আনতে পাঠায়, আমি ফিরে এসে দেখি দরজা ভিতর থেকে আটকানো আমি তাকে বার দরজা খুলতে বল্লেও কোন সাড়া শব্দ না পাশের বাড়ির লোকজনকে ডেকে দরজা ভেঙে দেখি সে আমার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের মটকায় ঝুলছে। পরে তাকে আমি ওড়না কেটে নিচে নামাই।
জলি আরো জানায়, আট মাস আগে আমাদের বিয়ে হয় বর্তমানে আমি অন্ত:স্বত্বা।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।