ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জুয়ার আসরে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:২৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এ অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সাতাশি গ্রামে একটি জুয়ার আসর চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতির খবর আগেই পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলে থাকা জুয়ার আসরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাহমুদুল হাসান।