মসজিদে হুজুরের সুদ ও ঘুষ খাওয়া হারাম বয়ান নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
শনিবার (১৫ মার্চ) ইফতারের আগে কালিগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদের হুজুর সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে বয়ান করেন। এই বয়ানের পক্ষে-বিপক্ষে স্থানীয়রা তর্কে জড়িয়ে পড়ে। সুদ-ঘুষ খেয়ে যারা বড়লোক হয়েছেন তারা হারাম কাজ করেছেন মর্মে যুক্তিকে কেন্দ্র করে স্থানীয়রা বিবাদে জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ লেগে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।
আহতরা কালিগঞ্জ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, মসজিদে সুদ ও ঘুষ খাওয়া হারাম সংক্রান্ত বয়ানকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৪-১৫ জন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :