কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:১৫ পিএম

কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম রূপালী বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আকাশ (২২) ও বেবি বেগম (৩২)।

এর আগে, গত শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের সাতপাখি এলাকায় জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আকাশ’কে গ্রেফতার করতে যায় পুলিশ।

গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামি আকাশের আত্মীয় স্বজন মিলে পুলিশের উপর হামলা চালিয়ে আকাশকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

সেসময় পুলিশ বাধা দিলে আসামি পক্ষের লোকজন লাঠিসোটা ও রড দিয়ে ইকুরিয়া পুলিশ ফাঁড়ির (এসআই) ইউনুস মুন্সি, কনস্টেবল আবুল বাশার ও সোহাগের উপর হামলা চালায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করায় ৯জনের নাম উল্লেখ করে ও ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামির নামে একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওই আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!