ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমর উদ্দিন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার হলুদিয়া ইউনিয়নের আমির হাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রাউজান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রায়হান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কমর উদ্দিন রাউজানের উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ড মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে। কমর উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। এছাড়া তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

রাউজান থানার এএসআই মো. রায়হান মিয়া বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।