খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে চরমপ‌ন্থি ক্যাডার নিহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১০:৪৫ এএম

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে চরমপ‌ন্থি ক্যাডার নিহত

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে শাহীনুর রহমান শাহীন নামে চরমপ‌ন্থির এক ক্যাডার নিহত হয়েছেন।

শ‌নিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার কা‌র্ত্তিককুল এলাকায় বসবাস করতেন। সে বাগেরহাটের রামপালের কাশিপুরের বাসিন্দা আব্দুর রশীদের ছে‌লে।

শাহীন হু‌জি শহীদ হত‌্যা মামলার এজাহারভু‌ক্ত আসামি ও নিষিদ্ধ চরমপ‌ন্থি সংগঠনের ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, একদল দুর্বৃত্ত শাহীনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার ‌হোসেন মাসুম বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে খবর পাই শাহীনুর রহমান শাহীন নামে একজন‌ চরমপন্থী ক্যাডারকে গু‌লি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হুজি শহীদ হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

রাতেই কেএমপি ঊদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরবি/এসআর

Link copied!