পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পরও অশান্তি বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র প্রতিনিয়ত অবৈধ অস্ত্রের মুখে চাঁদাবাজি ও সীমানা দখল নিয়ে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় রোববার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তুু) সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নির্মল চাকমা। সে সন্ত্রাসী ইউপিডিএফ-এর পরিচালক ও চিফ কালেক্টর বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলকায় সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও বন্দুক যুদ্ধ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইউপিডিএফের চিফ কালেক্টর নির্মল চাকমা। জনগণের নিরাপত্তার স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনার পর জনসাধারণের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে।
এদিকে গত ১২মার্চ বরকল উপজেলার শুভলং এর রূপবান এলাকায় জেএসএস ৩৫ থেকে ৪০ জন সশস্ত্র গ্রুপ ও ইউপিডিএফের ৩৫ থেকে ৪০ সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি সংগঠিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্য আনুমানিক ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা নামে ১ জন নিহত হয় বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়।
আপনার মতামত লিখুন :