ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাশের বাড়িতে যাচ্ছেন জামায়াত আমীর

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনায় রহস্যময় হত্যাকান্ডের ঘটনায় নিহত মন্টু দাশের বাড়িতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামীকাল সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় সার্কিট হাউস মাঠে হেলিকপ্টার যোগে পৌঁছবেন তিনি।

রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমীর মাওলানা অধ্যাপক মহিবুল্লাহ হারুন।

নিহত মন্টু দাশের স্বজনদের দাবি, মেয়েকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগ এনে মন্টু দাশ বরগুনা থানায় মামলা করেন, এ কারণেই তাকে হত্যা করা হয়। তাকে হত্যার চার দিনেও উদঘাটন হয়নি এই হত্যাকান্ডের ঘটনা এমনকি এর সঙ্গে জড়িত কাউকে আটক পারেনি পুলিশ। 

এ ঘটনায় মন্টু দাসের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে থানায় আরেকটি মামলা করেছেন। এখন পর্যন্ত কোনো হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ছাড়া ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হলেও অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি সিজীব চন্দ্র রায়ের বাবা শ্রীরাম রায়, সিজীবের সহযোগী কালু ও রফিক। এ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি সিজীব রায়সহ গ্রেপ্তার সবাই আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন।

এর আগে গত মঙ্গলবার ১১ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ির স্টাফ কোয়াটার দীঘির দক্ষিণ পাশে নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের লাশ উদ্ধার করা হয়। পরে বুধবার বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।

নিহত মন্টু বরগুনা শহরে একটি মুরগির দোকানে কর্মচারী ছিলেন। দেড় মাস বয়সী শিশু কন্যাসহ চার বছর ও ১২ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারটির ভরনপোষণের কর্মক্ষম ব্যক্তি মন্টু দাসের মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, মেয়েকে ধর্ষণের পর আমার স্বামী বাদি হয়ে একটি মামলা করেন। পরে যে দিন মামলার তারিখ তার আগেই রাতে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমাদের সন্দেহ হয় ধর্ষণ মামলায় অভিযুক্তের স্বজনরা এ হত্যাকাণ্ড করেছে। স্বামীকে হারিয়ে এখন সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে আছি। কীভাবে আমাদের সংসার চলবে তা জানি না।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন জানান, নিহত মন্টু চন্দ্র দাশের সার্বিক খোঁজ খবর নিতেই কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল সোমবার সকালে বরগুনা আসছেন। এ পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আছে এবং সব সময় থাকবে।