ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ, সিএনজি চালক গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০২:০৭ পিএম
প্রতীকি ছবি

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আবদুল আলী নামে এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত ১১ মার্চ রাতে এক ভিক্ষুক নারীকে তুলে নিয়ে যান আব্দুল আলী নামে এক সিএনজি চালক।
পরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী থানায় এসে অভিযোগ জানালে পুলিশ অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পর ধর্ষক সিএনজি অটোরিকশা চালককে খুঁজে পায়। সিএনজি চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেন।  

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।