ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চাচার বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা মো. মিঠুর (২৮) বিরুদ্ধে। 
এ সময় শিশুটি ধর্ষক মিঠুর হাতে কামড়ে দেয় ও চিৎকার দেয়। এতে অন্য প্রতিবেশিরা এগিয়ে আসলে মিঠু পালিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন।

রোববার (১৬মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহেশপুর সীমান্তবর্তী একটি গ্রামে ভুক্তভোগি ও অভিযুক্তর বাড়ির পাশেই মাঠে এই ঘটনা ঘটে।

শিশুটি জানায়, চাচা মিঠু আমকে বলে তোর বু (দাদি) মাঠে পাতা (জ্বালানির জন্য মেহগনিসহ বিভিন্ন গাছের পাতা) কুড়িয়েছে। আনতে যেতে বলেছে। এ কথা শুনে আমি তার সাথে মাঠে যাই। কিন্তু সে আমাকে মাঠের পেয়ারা বাগানসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চায়। তখন আমি বলি কই ‘বু’ তো নেই, পাতাও নেই। আমি বাড়ি যাবো। আমাকে বাড়ি নিয়ে চলেন। তখন সে আমাকে বলে তুই একাই বাড়ি যা। আমি বাড়ির রাস্তা না চিনলে, সে আমাকে পাকা রাস্তায় উঠিয়ে দেন। আমি যেতে পারবো না বললে মিঠু চাচাআমাকে একটি কবরস্থানের পাশ দিয়ে নিয়ে যেতে চায়। যেতে না চাইলে মারার ভয় দেখিয়ে নিয়ে যায়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এক সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ওপর জোরাজুরি করতে থাকে। এমনকি গায়ের জামাও ছিড়ে ফেলে। আমি চিৎকার করতে করতে একপর্যায়ে ধর্ষক তার হাতে কামড়ে দেই।

জানা যায়, এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এবং মাঠে কর্মরত কৃষকরা এগিয়ে আসলে মিঠু শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরে শিশুটির দাদি ও মা-চাচিরা ঘটনস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার সংবাদ পেয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্ষককে আটক করতে অভিযানে রয়েছেন।

পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, আমরা অভিযানে রয়েছি। এখন পর্যন্ত (২.৪৫মিনিট) অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।