সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায়, ইফতারের পূর্বমুহূর্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আজাহার আলী (৫০) নামে এক কৃষক রোববার (১৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জানা যায়, সংঘর্ষ শুরু হয় মসজিদ নির্মাণের জন্য গ্রামের লোকজনের কাছ থেকে চাঁদা থোলাকে কেন্দ্র করে। আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে এই চাঁদা তোলার বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সংঘর্ষের পর উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং গুরুতর আহত আজাহার আলীকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন- শাহিন আনোয়ার, আমির হামজা, এবং মোশারফ হোসেন।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।