ঢাকার সাভার মডেল থানার পিকআপ ভ্যান চুরি ও প্রতারণা মামলার এজাহার ভুক্ত এক আসামিকে (৪০) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় কেরানীগঞ্জের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের কার্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজধানীর খিলক্ষেত্র থানার পাতিরা পশ্চিম পাড়ার মো. হাশর আলীর ছেলে মো. বাছির মিয়া (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি শফিকুল ইসলাম (৪৯) নামের এক ব্যাক্তির সাভারের নিজ বাড়ি থেকে একটি পিকআপ ভ্যান চুরি হয়।
ভুক্তভোগী ওই পিকআপ ভ্যানটির অনুসন্ধান করলে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা দাবি করে পিকআপ ভ্যানটি তার নিকট আছে বলে জানায়।
সেসময় ভুক্তভোগী সরল বিশ্বাসে অজ্ঞাতনামা ওই ব্যাক্তিকে বিকাশের মাধ্যমে (চল্লিশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগীর সাথে অজ্ঞতানামা ওই ব্যক্তি যোগাযোগ বন্ধ করে দেয়।
এরপর ১৭ ফেব্রুয়ারি ওই ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি চুরি ও প্রতারণা মামলা দায়ের করেন।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০ এর নিকট একটি অধিযাতনপত্র প্রেরণ করেন।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত (১৫ মার্চ) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে মো. বাসির মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :