নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা গ্রামে নসিমন গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর নিহত মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার বানসা আনিছ জমাদ্দার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত (৮) বানসা আনিছ জমাদ্দার বাড়ির মহিন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মো. কবিরের ছেলে মোশাররফ হোসেন মনা(৩০) তার নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় নিহত ইয়াসিন আরাফাত চলন্ত নসিমন গাড়িতে উঠতে গিয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে, এবিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :