ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মায়ের মোবাইল টিপতে বারণ করায় কিশোরীর আত্মহত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে টিকটকে আসক্ত এক কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত কিশোরী ওই এলাকার মেরাজ মিয়ার মেয়ে মিনা বেগম (১৭)।

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী।

স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরী মিনা দীর্ঘদিন যাবত মোবাইলে টিকটকে আসক্ত। পরিবারে চার বোনের মধ্যে সে তৃতীয়। (১৫ মার্চ) রোজা রেখেছিলো সে। এমনকি কোরআন শরীর পড়তো। দুপুরে মায়ের সাথে ঘরের কাজ কর্ম নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে গোসল করে। বিকেল সাড়ে চারটার দিকে নিজ রুমে দোলনার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে সে ৷ এ সময় দাদু নামাজ পড়তে ঘরে গেলে দেখে সে ফাঁসিতে ঝুলে আছে।

এ সময় পরিবারের সদস্যরা তাকে নামিয়ে মাথায় পানি দেয়। সাথে সাথে বাড়ির পাশে একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে ফার্মাসিস্ট জানায় তিনি মৃত্যুবরণ করেছে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, রোববার (১৬ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরিবারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।