আশ্রয়ণ প্রকল্পে দুই শিশুকে ধর্ষণকারী নুরু গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:০০ এএম

আশ্রয়ণ প্রকল্পে দুই শিশুকে ধর্ষণকারী নুরু গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরু। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার কাহালুতে আশ্রয়ণ প্রকল্পে ৬ বছর বয়সি দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কাহালুর পাইকড় এলাকা থেকে তাকে ডিবি ও কাহালু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ( ট্রাফিক ও মিডিয়া) সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান,  সোমবার সকাল ১০টায় আসামি নুরুকে আদালতে হাজির করা হবে।

এর আগে, গত বুধবার (১৩ মার্চ) শিশু দুটি বাড়ির সামনে খেলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷

শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়৷

আরবি/জেডআর

Link copied!