ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষে আহত ১২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:৫১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদস্যসচিব মোস্তাফিজুর রহমান ও কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাতে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের একটি অংশ ঈদগাহপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যেখানে তারা বর্তমান কমিটির নেতাকর্মী ও নাগরিক কমিটির কুষ্টিয়া সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেয়া হয়েছে দাবি করে। মিছিলটি কাটাইখানা মোড়ের সমবায় মার্কেটের সামনে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এর ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আহতদের কুষ্টিয়া আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত অন্যান্যদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলভী, ইব্রাহিম, জুবায়ের, আফ্রিদি, নয়ন, আলী আহসান, মুজাহিদ, সোহান ও রেজোয়ান। এরমধ্যে ইব্রাহিমের অবস্থা বেশ গুরুতর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুজন মাহমুদ জানিয়েছেন, “আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লোকজন। আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছি।”

এ ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফেসবুক লাইভে জানান, কিছু সন্ত্রাসী কাটাইখানা মোড়ে লাইব্রেরির সামনে এসে হুমকি দেয় এবং পরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, "সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কুষ্টিয়া আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"