সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার চর ঘাটিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতু খাতুন উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তার বাবা-মা নেই। ভাইয়ের সংসারে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, ঘটনার সময় ঢাকা থেকে ঈশ্বরদী অভিমুখে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। চর ঘাটিনা রেলগেটের পাশের সড়ক পার হওয়ার সময় রিতু ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে তার বাড়ির লোকজন মরদেহ নিয়ে যায়। পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে রিতু খাতুনের মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :