মন্টু দাশের আইনি সহায়তা ঘোষণা

তারেক রহমানের প্রশংসায় জামায়াত আমীর 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০১:১৮ পিএম

তারেক রহমানের প্রশংসায় জামায়াত আমীর 

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার আলোচিত রহস্যজনক ও মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বিচার চাইতে গিয়ে নিহত মন্টু দাশের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমীর। আলোচিত এই ঘটনায় বাংলাদেশ জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বরগুনায় বিশেষ সফরে এসে এই দায়িত্বের কথা জনসম্মুখে ঘোষণা দিলেন। তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, তার দল এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং তাদের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

আজ সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরগুনার সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি নেমেই ছুটে যান নিহত মন্টু দাশের বাড়ি। সেখানে গিয়ে তিনি ভুক্তভোগী পরিবারটির সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন। পরে সেখান থেকে বের হয়ে বরগুনা টাউন হল মাঠে জনসভায় বক্তব্য প্রদান করেন। 

বরগুনা জেলা জামায়েত ইসলামি আমীর অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে কেন্দ্রীয় আমীর ড. শফিকুর রহমান বলেন, কোরআনের শাসন যারা চায় আল্লাহ যেন তাদের হাতে আগামীর বাংলাদেশ  তুলে দেয়। এ জন্য বাংলাদেশের মানুষের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টি হোক। আর এজন্য সবাই উজ্জীবিত হয়ে কোরআনের মানবিক বাংলাদেশ যেন আমরা গড়তে পারি।

তিনি আরও বলেন, বাংলাদেশ এ রকম নির্যাতিত পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ। তিনি বরগুনা আসার কারণ জানিয়ে বলেন, একটি অসহায় পরিবারের মেয়ের প্রতি যে পাশবিক নির্যাতন হয়েছে এবং তার বিচার চাইতে গিয়ে মেয়েটির বাবা খুন হতে হয়েছে, এটা হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। অসহায় পরিবারটির মাসিক খরচ, সন্তানদের লেখাপড়া খরচ এমনকি তাদের চিকিৎসা খরচের দায়িত্ব আমরা নিলাম। পাশাপাশি মেয়েটির প্রতি পাশবিক নির্যাতনের রায় যেন কার্যকর হয় তার জন্য আমাদের আইনজীবীরা আদালতে পরিবারটির পাশে থাকবে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সদস্য ড. সুলতান আহমদ। 

আরবি/জেডআর

Link copied!