ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:২২ পিএম

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। ‘ভয়েস অব জুনুন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে , আগামী মে মাসের দুই তারিখ রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে ব্যান্ডটি। অনেক প্রতিক্ষার পর এবার ‍‍`সাইয়োনি‍‍`, ‍‍`গারাজ বারাজ‍‍`সহ আরও বহু গান শোনার পালা।

মূলত এদিন মঞ্চ মাতাবেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে এই দলটিই জুনুনের গান পারফর্ম করে থাকে।

এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

আরবি/এসআর

Link copied!