ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফুল কিনতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, ছাত্রদল নেতাসহ আটক ৪

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের গদখালীতে ফুল কিনতে গিয়ে তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।

রোববার (১৬ মার্চ) ইফতারের আগে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীর অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় জড়িত ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন ও পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান।

পুলিশ জানায়, মণিরামপুরের হরিহরনগরের বাসিন্দা ওই তরুণী নাভারণে তার খালাবাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাড়ি ফেরার পথে ফুল কিনতে গদখালীতে গেলে কয়েক যুবক তাকে ফুলবাগানে নেয়ার কথা বলে অন্যান্য আসামীদের ডেকে পালাক্রমে ধর্ষণ করে।

৯৯৯ এ যোগাযোগের পর খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা জানান, এ ঘটনার দায় ছাত্রদল নেবে না। ইতোমধ্যে ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।