ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ বন্ধুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ২ বন্ধুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১)। এ ঘটনায় আহত অন্য বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)।

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পিছন আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হলে হৃদয় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় পাঠানো হয়েছে।

পুলিশ উপ-পরিদর্শক নূর হোসেন জানান, দুর্ঘটনার পর নিহত দুইজনের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।