ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সেই ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:১০ পিএম
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকার তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে তদন্তকারী কর্মকর্তা জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দেন।

এর আগে রোববার (১৬ মার্চ) বিকেলে সিংড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই আদেশ দেন।

রোববার(১৬ মার্চ) দুপুরে সিংড়া থানার উপ পরিদর্শক তদন্তকারি কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।

পুলিশ জানান, গত বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।

তিনি ওই টাকা তার জমি বিক্রির বলে দাবি করেন পুলিশের কাছে। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি ওই কর্মকর্তা। এরপর শুক্রবার সন্ধায় ওই নির্বাহী কর্মকর্তা মুচলেকা দিয়ে ছাড়া পান। 
তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে সিংড়া আমলী আদালতে জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। 
পরে আদালত টাকাগুলো ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে আজ সোমবার দুপুরে জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দেন।

সিংড়া আমলী আদালতের জিআরও নুরে আলম জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত টাকা আজ জেলার সরকারি কোষাগারে (ট্রেজারী) জমা দিয়েছেন।