ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি গরু ও একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ছাদেক আকন্দ ওরফে মালেক (৪৯), সাজেদুল ইসলাম ওরফে সবুজ আকন্দ (২৬), মোস্তফা কামাল (৩০), তোজামেল হক তোজা (৩৮), মিনারুল ইসলাম (৩০), রেজাউল করিম (৪২)।
সোমবার (১৭ মার্চ) উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে এই ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোররাতে ওই এলাকার লাল মিয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। গরু নিয়ে চোর চক্র টাঙ্গাইলের মধুপুর উপজেলা ধামালিয়া বজারে গেলে ৬ গরু চোরকে জনতা আটক করে।
পরে ফুলবাড়িয়া থানা পুলিশ গরুসহ ৬ চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
তারা গরু চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন :