কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী বিভাগের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জেলা শহরের একটি পার্টি সেন্টারে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ল` ইয়ারস কাউন্সিলের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ ল` ইয়ারস কাউন্সিল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য ডেপুটি এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের আইনজীবী হিসেবে কাজ করছি। আমরা কোন পক্ষের আইনজীবী নই।
এজন্য কোন মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে লিগ্যাল ওয়েটা সবচেয়ে বেশি সামনে নিয়ে আসতে হবে। কারণ হলো যেকোন ভাবে লোকটাকে আটকে রাখতে হবে অথবা যেকোন ভাবে লোকটাকে মুক্তি দেওয়া যাবে না এরকম কোন কাজের জন্য ডেপুটি এ্যাটর্নী জেনারেল, এডিশনাল এ্যাটর্নী জেনারেল ও পিপি এগুলো নিয়োগ দেয়া হয়নি।
এগুলো নিয়োগ দেয়া হয়েছে রাষ্ট্রকে বিশেষ করে আদালতকে সহযোগিতা করার জন্য। আপনারা আপনার আইনের সর্বোচ্চ চেষ্টা টা এখানে প্রয়োগ করবেন।
সিদ্ধান্ত নেবে আদালত। এই প্রক্রিয়ায় যদি আমরা বাংলাদেশে কাজ করি তাইলে একটি ন্যায় বিচারের পথ সুগম হবে।