দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউএইর ইফতার সামগ্রী বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:৩৯ পিএম

দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউএইর ইফতার সামগ্রী বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউএই এর উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের দেড় শতাধিক গরিব,অসহায়, দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের প্রবাসী ঐক্য পরিষদের প্রতিনিধিদের হাতে এ সব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউএই এর সহ-আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও মাওলানা জয়নাল আবেদীন।

পরে তারা গত বৃহস্পতিবার দোহাজারীতে বাসচাপায় নিহত অটোরিকশা চালক রুহুল আমিনের বাড়িতে গিয়ে তার সন্তানদের হাতে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও ইফতার সামগ্রী  তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণকালে দেলোয়ার হোসেন বলেন, ইউএই প্রবাসী দোহাজারী পৌরসভার বাসিন্দাদের সমন্বয়ে গঠিত দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ বিগত সময়ে ছাতা ও শরবত বিতরণ সহ নানা মানবিক কর্মকান্ড করেছে।

তারই ধারাবাহিকতায় সীমিত পরিসরে ইফতার সামগ্রী বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য সংগঠনের সদস্যদের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

আরবি/আবু

Link copied!