হাজীগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৪ অবৈধ ইটভাটা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:৪৬ পিএম

হাজীগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৪ অবৈধ ইটভাটা

ছবি: রূপালী বাংলাদেশ

উচ্চ আদালতের চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক চাঁদপুরের হাজীগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. রমহত উল্লাহ।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় মেসার্স শহীদুজ্জামান ব্রিকস-২, মেসার্স ডি এন্ড বি ব্রিকস, মেসার্স আতিক শাহ্ ব্রিকস ম্যানুফ্যাকচারিং-১ ও মেসার্স আব্দুল গনি ব্রিকস এ অভিযান পরিচালনা করা হয়। 

এর মধ্যে মেসার্স  আব্দুল গনি ব্রিকস এ উচ্চ আদালতের এর অন্যরীট থাকায় ইটভাটার মালিককে রীট নং ১৩৭০৫ অব ২০২২ এর আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয় ও ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।

এছাড়া বাকী ইটভাটার লাইসেন্সবিহীনভাবে পরিচালনা করায় ইটভাটাগুলো এক্সকেভেটরের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীগণ।

অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, উচ্চ আদালতের চূড়ান্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরবি/আবু

Link copied!