পুলিশের রুম থেকে ৮ লাখ টাকার মালামাল চুরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৯:১৮ এএম

পুলিশের রুম থেকে ৮ লাখ টাকার মালামাল চুরি

ছবি : প্রতীকী

ফেনী মডেল থানার ট্রাফিক বিভাগের এএসআই আমানত উল্লাহর রুম থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) সকালে মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘর (যানবাহন কার্যালয়ে) থেকে এ চুরি হয়।

এ ব্যাপারে এএসআই আমাতুল্লাহ জানান, সকাল সাতটার দিকে ডিউটি করতে বের হন। পরে দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখেন তার রুমে থাকা স্টিলের ট্যাংক ভেঙে নগদ তিন লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি রিং, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ঘরের পেছনের অংশে বেড়া কেটে ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, সাউথ আফ্রিকায় অবস্থানরত ছোট ভাইয়ের রমজান উপলক্ষে যাকাত বাবদ দেয়া টাকা, বিয়ের স্মৃতি চিহ্ন স্ত্রীর স্বর্ণের চেইন ও রিং দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।

এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরবি/জেডআর

Link copied!