বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় মামলা করতে আসা এক নারীর কাছ থেকে তিন হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তিনি মামলা দায়ের করতে গেলে এসআই জাহিদ হাসান তার কাছ থেকে ৩ হাজার টাকা কেড়ে নেন। বিষয়টি জানাজানি হলে সদর থানার ওসি হস্তক্ষেপ করেন এবং সংশ্লিষ্ট নারী তার টাকা ফেরত পান।
পাশাপাশি, তার মামলাটি থানায় রেকর্ডভুক্ত করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বগুড়ার স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন।