পাহাড়ে নতুন ফর্মুলায় বস্তায় আদা চাষ প্রদর্শনী

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:২৭ পিএম

পাহাড়ে নতুন ফর্মুলায় বস্তায় আদা চাষ প্রদর্শনী

ছবি: সংগৃহীত

পাহাড়ে নতুন ফর্মুলায় বস্তায় আদা চাষ প্রদর্শনী এবং কৃষকদের মাঝে আদা চাষের জন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পাহাড়ের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি ও পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এই আদা চাষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পাহাড়ের চাষিরা চাইলে বাণিজ্যিকভাবেও আদা চাষ করতে পারে। আদা চাষ একটি লাভজনক ফসল। ব্যাপক চাষাবাদ করা হলে আদা রপ্তানি করা সম্ভব।

বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিস গতকাল সোমবার ১৫ জন কৃষকের মাঝে সবজি বীজ সংরক্ষণে জৈব রাসায়নিক সারের বস্তা ও সাইন বোর্ড বিতরণ করেছেন। এই আদা চাষ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার সিদ্ধার্থ রায় ও উসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।

কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বস্তার মধ্যে আদা চাষ একটি অত্যন্ত সহজ উপায়। এখানকার স্থানীয় কৃষকেরা হাতে কলমে শিখে এই পদ্ধতি ব্যবহার করে আদা চাষ করলে অনেক লাভবান হবেন।

বস্তায় আদা চাষ করতে তেমন জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনায় ও ছাদের উপরে আদা চাষ করা যায়। বস্তায় আদা চাষে খরচ অনেক কম।

ইতিমধ্যে আমরা আদা চাষের ওপর কৃষকদের প্রশিক্ষণসহ সকল উপকরণ আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে বিতরণ করেছি। আদা চাষে পাহড়ের মাটি অত্যন্ত উপযোগী ও পরিবেশবান্ধব।

আদা চাষে উপকারভোগি কৃষক মোঃ শরীফ উদ্দিন সরকার ও কামাল হোসেন বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে আচা চাষ সম্পর্কে আমাদের যে ধারণা দেওয়া হয়েছে তাতে আমরা আদা চাষ করে লাভবান হতে পারবো।

কৃষি অফিস থেকে আদা চাষের উপকরণসহ চাষের জন্য সরকারিভাবে বিনামূল্যে আমাদেরকে আদার বীজ দেওয়া হয়েছে। সাথে আদা চাষের ওপর প্রাথমিক ধারনা দেওয়া হয়েছে। তাই আমরা আশা করছি বস্তার মধ্যে আদা চাষ করে লাভ হতে পারবো। এই পদ্ধতিতে আদা চাষ করে বেকারত্ব দূর করা সম্ভব।

আরবি/জেডআর

Link copied!