জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০২:২৭ পিএম

জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

আটক সাজ্জাদ হোসেন সাকিব। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ডিসি ও ওসির সহযোগী পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব (৩১) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গ্রেপ্তার সাজ্জাদকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ভুক্তভোগী মো. রেজাউল করিম বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেলান্দহ উপজেলার চিনিতুলা গ্রামের পাশে মরাখাল থেকে কন্ট্রাকে মাটি কাটার সময় সাজ্জাদ হোসেন সাকিব ও মনির হোসেন জুইসসহ আরও কয়েকজন ডিসি ও ওসির সঙ্গে সম্পর্ক আছে বলে রেজাউলের কাছে টাকা দাবি করে।

সেই টাকার জন্য চাপ প্রয়োগ করার পর টাকা দিতে তিনি অপারগতা প্রকাশ করলে তাকে টানা-হেঁচড়াসহ হুমকি দেয় তারা। পরে খবর পেয়ে পুলিশ আসলে বাকিরা পালিয়ে গেলেও সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমরা মাটি কেটে খাই। জুইস নামের এক ব্যক্তি একদিন বলল সপ্তাহে ৩৩ হাজার টাকা দিতে হবে। তাহলে ডিসি ও ইউএনও কেউ সমস্যা করবে না।

পরে টাকা দিতে রাজি হলাম তবে ডিসির সঙ্গে দেখা করে। এক পর্যায়ে সাকিবকে ডিসি সাজিয়ে এনে টাকা চান তিনি। বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে খবর দেই।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামি ডিসি ও ওসির পরিচিত লোক বলে টাকা দাবি করছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে জানায়। আমরা তাকে জনতার হাত থেকে গ্রেপ্তার করি।

তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগী রেজাউল করিম একটি অভিযোগ দিয়েছেন। আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি।

অপর পলাতক আসামির বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরবি/জেডআর

Link copied!