ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার এক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় দোকান থেকে ফেরার পথে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি এলাকায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় শিশু ৬ বছরের নুসরাত(ছদ্ম নাম) বাড়ির পাশে দোকানে কেক কেনার জন্য যায়।

পরে কেক কিনে ফেরার পথে দোকানে বসে থাকা ইয়াসিন (৪৫)শিশুটির পিছনে  পিছনে এসে মাঝপথে শিশুটিকে জড়িয়ে ধরে। এছাড়া শিশুটির শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে স্পর্শ করতে থাকে বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে ইয়াসিন মিয়া দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় উপজেলার নয়াকান্দি গ্রামের মো. দেলোয়ার হোসেন কুট্টি ছেলে মো. ইয়াসিন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি কমেন্টের মাধ্যমে নিশ্চিত করেছে গজারিয়া উপজেলা নির্বাহী অফিস ইউএনও আশরাফুল আলম।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তি ইয়াসিনকে রাত সাড়ে এগারটার দিকে আটক করা হয়েছে।