মায়ের চিকিৎসার টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ায় স্বামীর আত্নহত্যা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৯:২৫ পিএম

মায়ের চিকিৎসার টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ায় স্বামীর আত্নহত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মৃত কিয়াজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৫) নিজ বাড়িতে ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের মা সেতেরা বেগম, দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে ও হার্টেরে রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। মায়ের চিকিৎসা জন্য অনেক টাকা প্রয়োজন হলে তিনি তা জোগার করতে না পারায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এই টাকা জোগার নিয়ে বউয়ের সাথে কথা কাটাকাটিও হয়। পরে এ অভিমানের জেরে নিজ ঘরের ফ্যানের হ্যাঙ্গারে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেন রাতে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডি

Link copied!