পঞ্চাশোর্ধ্ব নারীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১০:৩৩ এএম

পঞ্চাশোর্ধ্ব নারীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮) একই এলাকার পঞ্চাশোর্ধ্ব  মানসিক প্রতিবন্ধী এক নারীকে মাছ দেয়ার লোভ দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ভুট্টাখেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পাশের বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

এরপর নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ভুক্তভোগী নারীর ছোট ভাই আবু বকর লাভলু জানান, জন্ম থেকেই তার বোন মানসিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়েশাদি হয়নি। বাড়িতেই থাকেন তিনি। বাড়ির পাশে দরকার বিল নামের একটি বিল রয়েছে। সেখানে প্রতিদিন জেলেরা মাছ ধরে। সেখানে আমার বোন মাঝেমধ্যে গেলে তারা মাছ দেন। মঙ্গলবার সকালে সে একই কারণে বিলের ধারে যায়। এ সময় বাবর আলী ওই বিলে মাছ ধরছিলেন। বাবর আলী আমার বোনকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের পাড়ের একটি  ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তিনি আরও জানান, এ সময়  খেতে পানি দিতে গিয়ে এ দৃশ্য দেখে ফেলে খেতের মালিকের ছেলে। পরে খেতের মালিক সেকেন্দার আলী ওই যুবককে আটক করে নিয়ে আসেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে আটক করা হয়েছে আর ধর্ষণের শিকার নারী স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াধীন ।

আরবি/এসএম

Link copied!