ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে রাস্তা নির্মাণে বিরোধের বাধাকে কেন্দ্র করে কিল ও ঘুসিতে আব্দুল মোমেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমেন উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে। তিনি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরি ছিলেন।
নিহত আব্দুল মোমেনের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি নান্দাইল রোড বাজার থেকে সিদ্দিকের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ হয়। প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে সবুজ মিয়া, আশরাফুল ইসলাম ও আব্দুল হকের ছেলে ফাইজুল ইসলাম নির্মাণ করা সড়কের মাটি কুদাল দিয়ে কেটে ফেলে দেয়। আব্দুল মোমেন ও তার বাড়ির লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোমেনের বুকে কিল-ঘুসি মেরে ফেলে দেয়। আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মোমেনের মেয়ে শাফিয়া আক্তার দিপালী বলেন, আমার বাবাকে চোখের সামনে মারধর করে হত্যা করেছে। আমি বিচার চাই।
আব্দুল মোমেনের ছেলে খোকা মিয়া বলেন, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবুজ, আশরাফুল, ফাইজুল ও তার স্ত্রী মীনা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে বাবাকে মেরে ফেলেছে। তাদের বিরুদ্ধে মামলা করব।
নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে মারধরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :