ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:৫৭ এএম

ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ সদরের সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত  আব্দুল লতিফ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল লতিফ বড্ড সদালাপী মানুষ ছিলেন। প্রতিদিনই তিনি বিলে মাছ শিকার করতেন। আজ সকালে বিলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

আব্দুল লতিফের বড় ছেলে আজিজুল ইসলাম দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, আমার বাবা দুইবার স্ট্রোক করেছিলেন। তার শ্বাসকষ্ট ছিল, প্রতিনিয়ত ইনহেলার ব্যবহার করত। মাছ ধরা ছিল তার নেশা। গত রাতে মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের মধ্যে তার মরদেহ দেখতে পাই।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, ভোর রাতের দিকে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যায় আব্দুল লতিফ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে সকালে কৃষকরা বিলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়।

মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে জানান ওসি।

আরবি/এসআর

Link copied!