ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ভোলায় দেশীয় অস্ত্রসহ আটক ৫ ডাকাত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০১:২৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার তেতুলিয়া নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র, মাদক ও বোটসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে জেলেদের বোটে ডাকাতি করার সময় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকরা হলেন- মো. মামুন মোল্লা(৪২), আনোয়ার হাওলাদার(৪১), মো. জুয়েল শেখ(২৬), পান্নু মোল্লা(৩২) ও নাজমুল হাওলাদার(৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।

লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা বুধবার মধ্যরাতে জেলেদের বোটে ডাকাতি করার সময় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় শাহীন বাহিনীর ৫ সদস্যকে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ আটক করা হয়৷

আটকদের এবং জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মিডিয়া কর্মকর্তা।