বোরকা পরে পালাচ্ছিলেন তিনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০২:০১ পিএম

বোরকা পরে পালাচ্ছিলেন তিনি

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বোরকা পরে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহ আলম।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলা সদরের চিকলী পশ্চিমপাড়ার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি আসার পথে একই গ্রামের শাহ আলম (৪০) একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মেয়েটি চিৎকার করলে পালিয়ে যায় আলম। পরে মেয়েটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করা হয় আসামিকে।

এ সময় তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট জব্দ করা হয় বলেও জানান ওসি।

অভিযুক্ত ব্যক্তি জানান, বন্ধু সোহেলের পরামর্শে তার স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।

আরবি/এসআর

Link copied!