খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:০৮ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত

ফাইল ছবি

খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছেন এক নারী।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। 
ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। 
সে একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা(২০) আহত হন।

ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি (সন্তু লারমা গ্রুপকে) কে দায়ী করেছেন ইউপিডিএফ।

তিনি অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফ এর একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। 
পূর্ব থেকে ওৎপেতে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছে বলে তিনি দাবী করেন। অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মো: আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। শুনেছি ঘটনা স্থলে একজন মারা গেছে, আরো একজন মহিলা আহত হয়েছে।

আরবি/আবু

Link copied!